উপকূলজুড়ে ঝড়বৃষ্টি, ৩ বিভাগে অতিভারী বর্ষণের শঙ্কা

প্রকাশ :

সংশোধিত :

সকালের মধ্যে দেশের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৩০ জুলাই) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা সতর্কবার্তায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এজন্য এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কাও করা হয়েছে।

সর্বশেষ খবর